কম্পিউটার নেটওয়ার্কিং
কুইজের প্রশ্ন
উদ্দীপকঃ
উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
মনিরের কলেজটি তিন তলা বিশিষ্ট । তথ্য প্রযুক্তি বিষয়ের শিক্ষক বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারকে একটি নেটওয়ার্কে সংযুক্ত করার সিন্ধান্ত নিলেন।
Q.
নেটওয়ার্ক উন্নয়নের ফলে কলেজ কর্তৃপক্ষ কোন ধরনের সুবিধা পাবে ?
i) প্রত্যেকে সফটওয়্যার ব্যবহার করতে পারবে
ii) সকল কম্পিউটারের মধ্যে কাজের সমন্বয় করা যাবে
iii) এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডিভাইস ট্রান্সফার করা যাবে
ii) সকল কম্পিউটারের মধ্যে কাজের সমন্বয় করা যাবে
iii) এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডিভাইস ট্রান্সফার করা যাবে
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
Q.
ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?
PAN
MAN
LAN
WAN
Q.
সর্ববৃহত এলাকা কোন নেটওয়ার্কটি তৈরি হয়?
PAN
LAN
MAN
WAN
Q.
ISP পূর্ণরূপ হলো ?
Internet Service Package
Internet Service Protocol
Internet Service Provider
Internet System Provider
Q.
কম্পিউটারের পারস্পরিক যোগাযোগ কে কি বলে ?
মডেম
নেটওয়ার্ক
ফ্যাক্স
হাইওয়ে
Q.
WAN এর পূর্ণরূপ নিচের কোনটি ?
World Area Network
Wide Area Network
World After Network
local Area Network
Q.
ব্লুটুথ ও ইনফ্রারেডের মাধ্যমে হ্যান্ডসেট বা ল্যাপটপের মাধ্যমে যোগাযোগের পদ্ধতি -
LAN
PAN
MAN
WPAN
Q.
10 মিটারের অনধিক দূরত্ব সীমার নিচে কোনটি ব্যবহার করা হয়?
WPAN
WMAN
WLAN
WWAN
Q.
কোনটি পৃথিবীর বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক
রাউটার
ইন্টারনেট
মোবাইল
টেলিফোন
Q.
নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে
টার্মিনাল
সার্ভার
ওয়ার্ক স্টেশন
পিসি
Q.
কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে তাকে বলা হয়
নোড
হাব
স্টার পয়েন্ট
কানেক্ট পয়েন্ট
Q.
নিচের কোনটি সম্পূর্ণ তারযুক্ত নেটওয়ার্ক?
LAN
WAN
MAN
ISDN
Q.
যশোর মাগুরা জেলার কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক কোন ধরনের?
PAN
LAN
MAN
WAN
Q.
একটি বিশ তলা ভবনের বিভিন্ন তলায় নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন করা হলো, প্রচলিতভাবে একে বলা হবে-
PAN
LAN
MAN
WAN
Q.
Bluetooth এর মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়?
WAN
MAN
LAN
PAN
Q.
অফিসে একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানে কোন নেটওয়ার্কটি ব্যবহার করা যেীক্তিক ?
LAN
MAN
PAN
WAN
Q.
Bluetooth তৈরি নেটওয়ার্ককে বলে-
LAN
PAN
MAN
WAN
Q.
পৃথিবী একটি গ্লোবাল ভিলেজ পরিণত হয়েছে কোনটির কারণে ?
WAN
CAN
LAN
MAN
Q.
ক্লায়েন্ট সার্ভার নেটওয়র্কে ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?
PAN
LAN
MAN
WAN
Q.
একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটরি মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে ?
PAN
LAN
MAN
WAN
Q.
WiMax কোন ধরনের নেটওর্য়্ক ব্যবহৃত হয় ?
PAN
LAN
MAN
WAN
Q.
লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় পড়ে-
Wi-MAX
Bluetooth
ইনফ্রারেড
WiFi
Q.
সর্বনিম্ন কয়টি কম্পিউটার মধ্যে ক্যাবল যুক্ত করে নেটওয়ার্ক করা যায় ?
৪টি
৫টি
২টি
অসংখ্যা
Q.
নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা পরস্পরের মধ্যে কোনটি ভাগাভাগি করে ?
কম্পিউটার
রিসোর্স
মডেম
সার্ভার
Q.
একটি বিভাগ হতে অন্য বিভাগীয় শহরে কম্পিউটার সংযোগ স্থাপন করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ?
PAN
LAN
WAN
CAN
Q.
যখন একটি শহরের মাঝে নেটওয়ার্ক স্থাপন করা হয় তখন তাকে কী বলে ?
LAN
PAN
MAN
CAN
Q.
একটি ভবনের বা পাশাপাশি কয়েকটি ভবনের কম্পিউটার এর সংযোগকে কি বলে ?
WAN
LAN
MAN
PAN
Q.
কোনটির ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় ?
PAN
MAN
LAN
WAN
Q.
উদ্দীপকটি টপোলজি হিসেবে কাজ করবে-
i. ‘A’ কে সুইচ হিসেবে ব্যবহার করলে
ii. প্রতিটি নোডকে আন্তঃসংযোগ করলে
iii. ‘D’ কে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করলে
i. ‘A’ কে সুইচ হিসেবে ব্যবহার করলে
ii. প্রতিটি নোডকে আন্তঃসংযোগ করলে
iii. ‘D’ কে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করলে
i & ii
i & iii
ii & iii
i, ii & iii
উদ্দীপকঃ
উদ্দীপকটি পড় এবং ২ টি প্রশ্নের উত্তর দাওঃ
সিহাব একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলল। তার দশটি কম্পিউটার। সে দশটি কম্পিউটারের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করল।
Q.
সিহাবের কম্পিউটার ট্রেনিং সেন্টারের কম্পিউটার নেটওয়ার্কটি কোন ধরনের নেটওয়ার্ক?
LAN
MAN
WAN
PAN
Q.
এ নেটওয়ার্কের কারণে-
i. দশটি কম্পিউটার একটি প্রিন্টার শেয়ার করতে পারবে
ii. দশটি কম্পিউটার একে অপরকে তথ্য পাঠাতে পারবে
iii. প্রত্যেকটি কম্পিউটারের জন্য আলাদা প্রিন্টার লাগবে
i. দশটি কম্পিউটার একটি প্রিন্টার শেয়ার করতে পারবে
ii. দশটি কম্পিউটার একে অপরকে তথ্য পাঠাতে পারবে
iii. প্রত্যেকটি কম্পিউটারের জন্য আলাদা প্রিন্টার লাগবে
i
i & ii
i & iii
i, ii & iii
