বায়োমেট্রিক্স
কুইজের প্রশ্ন
Q.
কোনটি বায়োমেট্রিক্সের আচরণগত পদ্ধতির উদাহরণ ?
i) কণ্ঠস্বর
ii) সাক্ষর
iii) কি স্ট্রোক
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
উদ্দীপকঃ
উদ্দীপকটি পড় এবং সামনের দুইটি প্রশ্নের উত্তর দাওঃ
আইটি শিক্ষক ছাত্রদের সাথে ল্যাবে গেলেন এবং দরজার দিকে তাকালেন। দরজাটি স্বতঃস্পুর্তভাবে খুলে গেল। তারপর তিনি ছাত্রদের সাথে নিয়ে হ্যালমেট পরিধান করলেন এবং বাতি নিবিয়ে সমুদ্র সৈকতের একটি ভিডিও চালু করলেন। এরপর প্রত্যেকে সেখানেই প্রকৃত সমুদ্র সৈকতের অনুভূতি পেলেন।
আইটি শিক্ষক ছাত্রদের সাথে ল্যাবে গেলেন এবং দরজার দিকে তাকালেন। দরজাটি স্বতঃস্পুর্তভাবে খুলে গেল। তারপর তিনি ছাত্রদের সাথে নিয়ে হ্যালমেট পরিধান করলেন এবং বাতি নিবিয়ে সমুদ্র সৈকতের একটি ভিডিও চালু করলেন। এরপর প্রত্যেকে সেখানেই প্রকৃত সমুদ্র সৈকতের অনুভূতি পেলেন।
Q.
ল্যাবে প্রবেশ করতে শিক্ষক কোন প্রযুক্তি ব্যবহার করছিলেন ?
ফিঙ্গার প্রিন্ট
ফেইস রিকগনিশন
কন্ঠ শনাক্তকরণ
রেটিনা স্ক্যান
Q.
বায়োমেট্রিক্সের ব্যবহার কোনগুলো ?
i) ভোটার আইডি কার্ডের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ
ii) DNA এর প্রোটিন সিকুয়েন্স নির্ণয়ে
iii) কম্পিউটারে সংরক্ষিত জৈব তথ্য দ্বারা ব্যক্তি শনাক্তকরণ
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
Q.
বায়োমেট্রিক পাসপোর্ট হলো -
i) ডিজিটাল পাসপোর্ট
ii) ইলেকট্রনিক পাসপোর্ট
iii) মেশিন রিডেবল পাসপোর্ট
ii) ইলেকট্রনিক পাসপোর্ট
iii) মেশিন রিডেবল পাসপোর্ট
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
Q.
বায়োমেট্রিক্সের আচরণত বৈশিষ্ট্য ?
কী স্ট্রোক
DNA গঠন
রেটিনা স্ক্যান
মুখমন্ডল শনাক্ত করণ
Q.
ব্যাক্তিকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি ?
বায়োইনফরমেটিক্স
বায়োমেট্টিক্স
ন্যানোটেকনোলজি
রোবোটিক্স
Q.
বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
নিরাপত্তার ক্ষেত্রে
শিক্ষা ক্ষেত্রে
কৃষিক্ষেত্রে
বিনোদন ক্ষেত্রে
Q.
ব্যাক্তি সনাক্ত করণের নিচের কোনোটি সর্বাধিক যুক্তিযুক্ত?
হাতের চাপ
আঙ্গুলের চাপ
চোখের রেটিনা
মুখমন্ডল সনাক্তকরণ
Q.
কোনটি বায়োমোট্রক্স এ ব্যবহৃত হয়?
সেন্সর
ডিজিটাল মিটার
ওয়েট মিটার
থার্মোমিটার
Q.
মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে
বায়োমেট্রিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ার
ন্যানোটেকনোলজি
ক্রায়োসার্জরি
Q.
বায়োমেট্রিক্ প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়
নিরাপত্তা ক্ষেত্রে
শিক্ষাক্ষেত্রে
কৃষি ক্ষেত্রে
বিনোদন ক্ষেত্রে
Q.
অপরাধী শনাক্তকরণের আধুনিক পদ্ধতি কোনো টি?
স্বাক্ষর
কী স্ট্রোক
ফিঙ্গার প্রিন্ট
রেটিনা স্ক্যান
Q.
মানুষের আচরগত বৈশিষ্ট্য চিহ্নিত করে কোনো প্রযুক্তি?
ক্রায়োসার্জারি
ন্যানোটেকনোলজি
বায়োইনফরমেটিক্স
বায়োমেট্রিক্স
Q.
বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়-
অনধিকার প্রবেশ নিয়ন্ত্রণের ক্ষেএে
ওয়েভ পেজ তৈরি করার ক্ষেএে
সামাজিক যোগাযোগ করার ক্ষেএে
তথ্য আদান-প্রদানের করার ক্ষেএে
Q.
বায়োমেট্রিক্স এর মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি করে-
i. কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়
ii. নতুন প্রজাতি সৃষ্টি করা হয়
iii. অনুমোদিত ব্যাক্তিকে শনাক্ত করা হয়
i. কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়
ii. নতুন প্রজাতি সৃষ্টি করা হয়
iii. অনুমোদিত ব্যাক্তিকে শনাক্ত করা হয়
i & ii
i & iii
ii & iii
i, ii & iii
Q.
বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়-
অনধিকার প্রবেশ নিয়ন্ত্রণ ক্ষেএে
ওয়েভ পেজ তৈরি করার ক্ষেএে
সামাজিক যোগাযোগ করার ক্ষেএে
তথ্য আদান-প্রদান করার ক্ষেএে
উদ্দীপকঃ
নিচের উদ্দীপকটি পড় এবং ২ টি প্রশ্নের উত্তর দাও:
মি. মাসুদ একজন চিকিৎসক। তাঁর স্পর্শ ছাড়া তাঁর মোবাইল ফোনটি চালু হয় না। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন।
মি. মাসুদ একজন চিকিৎসক। তাঁর স্পর্শ ছাড়া তাঁর মোবাইল ফোনটি চালু হয় না। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন।
Q.
মি. মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসার ব্যবহৃত প্রযুক্তির কুফল হলো-
i.স্মার্ট ড্রাগ তৈরি করা হয়
ii. প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয়
iii. ধনী ও গরিবের মধ্যে পার্থক্য চরমমাত্রায় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
i.স্মার্ট ড্রাগ তৈরি করা হয়
ii. প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয়
iii. ধনী ও গরিবের মধ্যে পার্থক্য চরমমাত্রায় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
